কনটেন্ট রেটিং আনছে রোবলক্স

১৯ এপ্রিল, ২০২১ ০৫:০৪  
অল্প বয়সী গেমারদেরকে যৌন কনটেন্ট থেকে দূরে রাখতে বাড়তি পদক্ষেপ হিসেবে রেটিং পদ্ধতি চালু করছে রোবলক্স নির্মাতারা। ওই রেটিং ব্যবস্থার মাধ্যমে শিশুরা কোন গেমগুলো খেলবে তা ঠিক করে দিতে পারবেন অভিভাবকরা। এতে করে বর্তমানের চেয়েও বেশি নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। রোবলক্স এর বিশ্বাস এবং সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রেমি মালান এ তথ্য জানালেও রেটিং সিস্টেমটি কবে নাগাদ চালু হতে পারে, সে ব্যাপারে কিছু জানাননি। তবে তিনি বলেছেন, ‘প্যারেন্টাল কন্ট্রোল’ খুব সহজেই খুঁজে বের করা যাবে এবং ব্যবহার করা সম্ভব হবে। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, রোবলক্সের গেমে যৌনতা সম্পর্কিত কনটেন্ট এখন ওপের সিক্রেট ঘটনা। পরিস্থিতি এতটাই নাজুক যে সেখানে যৌনতা বিষয়ক থিমের গেম পর্যন্ত রয়েছে। আবার দেখতে সাধারণ কিন্তু ভেতরে যৌনতা বিষয়ক কনটেন্ট রয়েছে এমন গেমের সংখ্যাও নেহায়েত কম নয়। ফলে রেটিংস সিস্টেম কাজে লাগিয়ে নিজ শিশুকে এ ধরনের কনটেন্টের মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে পারবেন অভিভাবকরা।